
কলেজ পরিচিতি
প্রতিষ্ঠার পর থেকে বহু প্রতিবন্ধকতা পেরিয়ে আমাদের কলেজটি আজ বিভিন্ন দিক থেকেই সাফল্যের দ্বার প্রান্তে। আমাদের রেজাল্ট যেমন দিনে দিনে আলোরন তুলছে সর্ব মহলে তেমনি কলেজে ভর্তিতে নতুন শিক্ষার্থী ও অভিভাবকদের কাছেও বাড়ছে গ্রহনযোগ্যতা।
অভ্যন্তরীন, স্থানীয় ও জাতীয় পর্যায়ে খেলাধুলা, বিজ্ঞান মেলা, বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক কর্মকান্ড ও কর্মসূচীতে কলেজ অংশগ্রহণ করে পুরস্কার প্রাপ্তির মাধ্যমে অত্রাঞ্চলের মানুষের মধ্যে এসেছে চাঞ্চল্যতা। যাদের কর্ম প্রচেষ্টায় এ প্রতিষ্ঠানটি আজ মহিরুহে পরিনত হয়েছে তাদের অনেকেই ইহধামে না থাকলেও তারা সকলের মাঝে বেচেঁ থাকবে যুগ যুগান্তর।
অধ্যক্ষের বার্তা

আমাদের কলেজের জন্য একটি ওয়েবসাইট নির্মান করতে পেরে আমরা আনন্দিত। আমাদের সকল ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের সাথে নিয়ে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরাও এগিয়ে যাব এটাই প্রত্যাশা। আশা করি ওয়েব নির্ভর পড়াশুনা পদ্ধতি এবং বিভিন্নমুখী যোগাযোগ আমাদের সময় ও শ্রম বাচাঁবে। সরকারের এই ধরনের আধুনিকায়ন উদ্যোগকেও স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
Date: 11-Dec-2023
Time: 08:56 PM
- Facebook Page
- Facebook Group
E-mail : sjkgschoolandcollege@gmail.com
Mobile :
01309101672 (Office)
01712940670 (Principal)